দেশের এক শহর থেকে অন্য শহরে কম সময়ে যাওয়ার মোক্ষম বাহন হলো বিমান। জ্যাম এড়ানোসহ সময় বাঁচাতে অনেকেই এখন যাতায়াতের জন্য আকাশপথ বেছে নিচ্ছেন। তাই দেশের অভ্যন্তরীণ রুটে যাত্রী সংখ্যা বেড়ে চলেছে। ফলে আকাশসেবা সংস্থাগুলোও বিভিন্ন গন্তব্যে তাদের ফ্লাইট বাড়িয়েছে।
অভ্যন্তরীণ রুটে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, নভোএয়ার
১. NID অনুযায়ী নাম
২.ফোন নম্বর
৩.বাচ্চাদের নাম।
৪। সচল ফোন /মোবাইল নাম্বার
( আপনার NID এর ছবি আমাদের ওয়েব সাইটে আপলোড করে দিতে পারেন, অথবা হোয়াটস এপে ছবি দিতে পারেন facebook এর ইনবক্সে NID ছবি দিতে পারবেন )
বিঃ দ্রঃ- বিমান বন্দরে ৩০ মিনিট আগেই পৌছাতে হবে চেক ইন এর জন্য।
**********************************************************************************************
১.আসল পাসপোর্ট যাওয়ার নির্ধারিত তারিখের ন্যূনতম ছয় মাসের বৈধতা এবং ভিসা স্ট্যাম্পের জন্য ন্যূনতম দুটি ফাঁকা পৃষ্ঠা। ২.আপনার আগের সমস্ত পাসপোর্ট অন্তর্ভুক্ত করুন।
৩. NID
৪.বাচ্চাদের জন্ম সনদ
( আপনার পাসপোর্টের/ NIDএর ছবি আমাদের ওয়েব সাইটে আপলোড করে দিতে পারেন, অথবা হোয়াটস এপে ছবি দিতে পারেন facebook এর ইনবক্সে NID /পাসপোর্ট/জন্ম সনদ এর ছবি দিতে পারবেন )
বিঃ দ্রঃ- বিমান বন্দরে ৩ ঘন্টা / মিনিট আগেই পৌছাতে হবে চেক ইন এর জন্য।